Logo
Logo
×

সারাদেশ

হাসিনা দেশের অর্থভাণ্ডার চূর্ণ-বিচূর্ণ করে পালিয়েছে: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

হাসিনা দেশের অর্থভাণ্ডার চূর্ণ-বিচূর্ণ করে পালিয়েছে: জিকে গউছ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী জিকে গউছ বলেছেন, আওয়ামী লীগ এককভাবে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল; কিন্তু আল্লাহ সেটি বরদাশত করেননি। হাসিনা দেশের অর্থের ভাণ্ডারকে চূর্ণ-বিচূর্ণ করে বিদেশে পালিয়ে গেছেন। জনগণের ট্যাক্সের টাকা কারো আবেগে নয়, হিসাব করে খরচ করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এজন্য বিএনপিকে যদি শক্তিশালী করতে হয়, তবে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, হাসিনা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আমরা যেন কেউ নিজের দুঃখ-যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটিয়ে আর মানুষের কষ্টের মাত্রা বাড়িয়ে না দিই। কবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছিল, কবে তাদের হাতে ব্যালট এসেছিল সে স্মৃতি অনেকেই ভুলে যেতে চলেছেন। নতুন প্রজন্মের স্মৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নতুন ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের। এখন পুরো জাতির সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিলেন নির্বাচনের। আবারও মানুষ আশায় বুক বাঁধতে শুরু করল। গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করল। এর মধ্যেও কিছু কিছু রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে, রাষ্ট্রের সুবিধা নিয়েছে, তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য একেক সময় একেক কথা বলে জাতিকে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু ভাবতে রাজি নয়।

শনিবার রাতে হবিগঞ্জ শহরের রাজনগরে আয়োজিত বাবুর্চি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম