Logo
Logo
×

সারাদেশ

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে চাচা-ভাতিজা নিহত

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে চাচা-ভাতিজা নিহত

আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০)। ছবি: যুগান্তর

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০) নামে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির মো. ইউসুফের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সহকারী অধ্যাপক মো. আহসান আরিফ চৌধুরী জানান, নিহত ইফতেখার রাহাত বন্দরনগরী চট্টগ্রামের মনছুরাবাদের গণপূর্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এর মধ্যে আগামী মাসে রূপালী ব্যাংকে যোগদান করার কথা ছিল।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চমেক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রাহাত এবং চমেকে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। এ সময় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। 

রোববার হাটহাজারী মাদ্রাসা মাঠে আসরের নামাজের পর জানাজা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম