দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
দুধ দিয়ে গোসল করলেন মোহাম্মদ তুষার আলী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ তুষার আলী। দলে সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে তিনি বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় নিজের দোকানের সামনে গোসল করেন তিনি।
তুষার আলী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে দলের জন্য কাজ করেছেন এবং নানা সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন; কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।
তুষার বলেন, আমি দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম, দলের জন্য দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম; কিন্তু দেখলাম বর্তমানে ত্যাগী নেতাকর্মীকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রম বৃথা। এ অবমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।
আবেগতাড়িত হয়ে তুষার আলী বলেন, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।
এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কী কারণে তিনি পদত্যাগ করেছেন আমার জানা নেই।
