Logo
Logo
×

সারাদেশ

গরুটি কী দোষ করেছিল!

Icon

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

গরুটি কী দোষ করেছিল!

সৈয়দপুর শহরে জমিতে গরু বেঁধে রেখে গিয়েছিলেন ফারজানা নামে স্বামী পরিত্যক্তা এক নারী। ওই জমির মালিক জিকরিয়ার বিরুদ্ধে গরুটির পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে শহরের কয়ানিজপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে গরুটি রক্তশূন্যতায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

শহরের খেজুরবাগ মুন্সিপাড়ার মৃত আলাউদ্দিনের মেয়ে স্বামী পরিত্যক্তা ভুক্তভোগী ফারজানা (৪০) বলেন, শনিবার বিকালে আমি পার্শ্ববর্তী কয়ানিজপাড়ায় আমার একমাত্র গরুকে ঘাস খাওয়ানোর জন্য ফাঁকা জমিতে বেঁধে আসি। সেখানে গরু ঘাস খাচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক পরেই খবর পাই ওই এলাকার বাসের উদ্দিনের ছেলে জিকরিয়া (৪০) আমার গরুর পায়ের রগ কেটে দিয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে গরুটি উদ্ধার করে সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাই। ওই কার্যালয়ের চিকিৎসকরা গরুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন; কিন্তু চিকিৎসকরা বলেছেন- এ ধরনের আঘাতে গরুটির ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সৈয়দপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেমন্ত কুমার রায় বলেন, গরুটি আমাদের কাছে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। রক্তক্ষরণ কিছুটা কম হলেও রগ সেলাইয়ের ব্যবস্থা আমাদের এখানে নেই। গরুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসা জরুরি। তা না হলে ক্ষতস্থানে পচন ধরে গরুটি মারা যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে জিকরিয়া বলেন, এর আগেও বলা হয়েছিল তার জমিতে ঘাস না খাওয়ানোর জন্য কিন্তু গরুর মালিক তা তোয়াক্কাই করেনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম