Logo
Logo
×

সারাদেশ

এসএসসি ব্যাচের বন্ধুতা থেকে খুলনায় যাত্রা শুরু ‘ক্যাফে–৯৮’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

এসএসসি ব্যাচের বন্ধুতা থেকে খুলনায় যাত্রা শুরু ‘ক্যাফে–৯৮’

১৯৯৮ সালে এসএসসি পাস করা খুলনার একদল বন্ধুর উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করেছে নতুন রেস্তোরাঁ ‘ক্যাফে–৯৮’। শহরের শেরে-বাংলা রোডে এর অবস্থান।

বহু বছরের বন্ধুত্ব, স্মৃতি আর আড্ডার আবেগকে কেন্দ্র করে এই রেস্তোরাঁকে শুধু খাবারের জায়গা নয়—বরং বন্ধুত্ব, সম্পর্ক আর পুনর্মিলনের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হয়েছে। 

উদ্যোক্তারা জানান, এটা শুধু ব্যবসা নয়—বন্ধুত্বের একটি চিরস্থায়ী প্রতীক। আমরা চাই, খুলনার মানুষ এখানে এসে নিজেদের মধ্যে কথা বলুক, স্মৃতি ভাগ করুক, সৃজনশীলতা ও সম্পর্ক বাড়ুক।

তারা আরও জানান, ৯৮ ব্যাচের প্রতিটি মিলনমেলায় যে হাসি, গল্প আর আপন অনুভূতি ছড়িয়ে পড়ে—সেই উষ্ণতা সবাইকে অনুভব করানোর ইচ্ছা থেকেই এই রেস্টুরেন্টের জন্ম। যেখানে ভিন্ন এক পরিবেশে বন্ধুদের সঙ্গে প্রাণখুলে আড্ডা দেওয়া যাবে। সঙ্গে স্বাদ নেওয়া যাবে বিভিন্ন ধরণের মজার মজার খাবারের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম