সোনারগাঁয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
জেলা বিএনপির আহ্বায়ককে ৩০ লাখ টাকার গাড়ি উপহারের অভিযোগ ভিত্তিহীন
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ৩০ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন মর্মে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম।
সোমবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে তিনি এ প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, গত ২০ নভেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি সভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বক্তব্য রাখেন। এ সময় তার বক্তব্যে বলেন, আমি নাকি বলেছি অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়ে পলটি দিয়েছেন। তার এ বক্তব্যে পুরো জেলা বিএনপিতে বিতর্কের সৃষ্টি হয়েছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বক্তব্য প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন বলে জানান।
তিনি আরও বলেন, আমি উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছিলাম। আগামী ইউপি নির্বাচনে পিরোজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী। সেই কারণে একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
