ছোটদের ভালোবাসার স্লোগানেও ব্যারিস্টার কায়সার কামাল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নেত্রকোনা-১ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করছেন।
ইতোমধ্যে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮শ মিটার লম্বা কাঠের সেতু করে দিয়েছেন তিনি। এই কাঠের সেতু নির্মাণ হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে শিবগঞ্জ এলাকার শিশু শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সেতু উদ্বোধনের পর থেকে কোমলমতি শিশুদের মনে স্থান করে নিয়েছেন মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল।
সর্বস্তরের মানুষ, রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সব টাকাই স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
প্রায় প্রতিদিনই বিকাল থেকে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর মিছিল চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ বাজার এলাকায় শিশুদের মুখে মুখে শোনা যায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের প্রচারণা।
প্রচারণা নিয়ে শিক্ষার্থী আরিফুল বলেন, ব্যারিস্টার আংকেলের প্রচারণায় মিছিল করতে আমাদের কেউ পাঠায়নি। আংকেল তার নিজের টাকা দিয়ে আমাদের জন্য এত সুন্দর একটা কাঠের সেতু করে দিয়েছেন। এর জন্য আমরা আংকেলের প্রতি কৃতজ্ঞ। ব্যারিস্টার আংকেলের প্রতি খুশি হয়ে আমরা ধানের শীষের মিছিল করেছি। আংকেলের কাছে আমাদের দাবি তিনি এমপি নির্বাচিত হয়ে একটা স্থায়ী সেতু করে দিবেন।
পরবর্তীতে ‘ব্যারিস্টার আংকেল সবার প্রিয়- ধানের শীষে ভোট দিও’, ‘আমাদের আংকেল তোমাদের ভাই- ধানের শীষে ভোট চাই’ বলে স্লোগান দিয়ে ওই এলাকা মুখরিত করে তোলে।
শিশুদের এই সুন্দর প্রচারণা দেখে ওই এলাকায় ধানের শীষের প্রতীক ও তারেক রহমানের ৩১ দফা নিয়ে প্রচারণায় থাকা উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন।
