প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের কবিরপুর চরসংলগ্ন পদ্মা নদী থেকে সোমবার রাতে আবেদুর রহমান আন্নু নামে একজনের লাশ উদ্ধার করেছে জেলা নৌপুলিশ। তিনি কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মৃতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, উদ্ধার মৃত ওই ব্যক্তির নাম আবেদুর রহমান আন্নু। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
তিনি জানান, ৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চরসংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোনের সিমকার্ড দিয়ে পরিবারের নাম্বারে কল দেওয়া হলে মঙ্গলবার তারা ফরিদপুর এসে লাশ শনাক্ত করেন।
মৃতের পরিবারের সদস্যরা জানান, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে তিনি কুষ্টিয়ার পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মৃতের স্ত্রী।
