Logo
Logo
×

সারাদেশ

ত্রিশাল ছাত্রদলের সভাপতি আরাফাত, সম্পাদক আশিক

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

ত্রিশাল ছাত্রদলের সভাপতি আরাফাত, সম্পাদক আশিক

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘদিনের প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ত্রিশাল উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আশিক মাহবুব।

ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটি গঠন করা হয়। 

কমিটির সিনিয়র সহ-সভাপতি অন্তর রহমান জিসান, সহ-সভাপতি রেজাউল করিম রাতুল, রাকিবুল হাসান রাশেদ, হাফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা রয়েছেন- সিনিয়র যুগ্ম সম্পাদক আশিকুর রহমান মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক  সাখাওয়াত হোসেন সাজিদ, মেহেদী হাসান, শাহরিয়ার ইমন সায়েম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম সিজান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন ফরহাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সামিরা।

সম্মানিত সদস্য পদে রয়েছেন- তান্নিম আহমেদ সানি, সাব্বির আহমেদ, জোয়াবেত হোসেন আশিক, আরিফুল হক নবী, রাজিব মজুমদার, আনাছ হাসান অপু, মো. হোসাইন শেখ আরমান হোসাইন ভূঁইয়া।

একই দিনে ত্রিশাল পৌর শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ রহমান রনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম