Logo
Logo
×

সারাদেশ

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা ও সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি হাতিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাতিয়া পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করলে বিচারকের নির্দেশে তাকে হাজতে পাঠানো হয়।

গ্রেফতার নিরব উদ্দিন (৩৮) পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের সিরাজ কয়ালেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, নিরব উদ্দিন একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম