Logo
Logo
×

সারাদেশ

সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড অবশেষে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বুধবার পাঠানো র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট-সুনামগঞ্জ বাইপাসসংলগ্ন এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের একটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

র‌্যাব-৯ জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং ৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম