হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতাকর্মীরা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হতদরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বৈরাগ ইউনিয়নে এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা এবং সদস্য সচিব মীর জাকের আহমদ।
এ সময় আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জসিম উদ্দীন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, বারশত ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদ, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসিম কন্ট্রাক্টর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, কৃষকরাই দেশের শক্তি। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় আনোয়ারার প্রতিটি ইউনিয়নে এ মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
