Logo
Logo
×

সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ এএম

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

খুলনার খালিশপুরে দুই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঈশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামে অপর এক যুবক গুরুতর জখম হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে ঘটনাটি ঘটে। নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। এছাড়া আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, খালিশপুর থানার কাছে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ঈশান ও রাজ নামে দু’জনকে ছুরিকাঘাত করে। ঈশানের পেটের ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ঈশানের অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে আহত রাজ চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে রাতে অভিযান শুরু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম