বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাস নিলেন জেলা প্রশাসক
রায়পুর (লক্ষ্মীপুর), প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
বিদ্যালয়ে ক্লাশ নিচ্ছেন জেলা প্রশাসক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যোগদানের প্রথমেই রায়পুর থানার সামনে ঐতিহ্যবাহী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে ফুলের তোড়া না নিয়ে—শিশুদের পাঠদান করালেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রশংসার ঝড় তুলেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রায়পুরে এসেই জেলা প্রশাসক বিদ্যালয়ে প্রবেশ করে ৫ম শ্রেণির কক্ষে ২০ মিনিট পাঠদান করেন। পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও সার্বিক খোঁজ-খবর নেন।
জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার মান ফিরিয়ে আনতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও স্বপ্নের বাংলাদেশ বাস্তবে রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিনদিন বিদ্যালয়ে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তা করবেন।’
শিক্ষার্থী মিনহাজ হোসেন বলে, ‘ডিসি স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তিনি আনন্দ সহকারে পড়িয়েছেন। তার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।’
ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে অভিভাবকরা বলেন, জেলা প্রশাসক ও তার কর্মকর্তারা মাঝেমধ্যে পড়ালে বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়বে।
শহরের দেনায়েতপুর এলাকার অভিভাবক জীবন কুড়ী ও মনা বলেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষকদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে।
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
শ্রেণিকক্ষে আকস্মিক ঢুকে পাঠদানের বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে আতংক দেখা দিলেও পরে উৎসাহ ও আনন্দ দেখা যায়। শিক্ষকগণও এ উদ্যোগকে শিক্ষাবান্ধব প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন।
এ সময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারি কমিশনার ভূমি নিগার সুলতানা, ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল ইসালাম, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিদ্যালয়ের কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধানসহ অন্য সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ ধরনের অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান থানা, এসিল্যান্ড অফিস ও ইউএনও অফিস পরিদর্শন শেষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বিকালে লক্ষ্মীপুর চলে যান।

