পুকুরে ভেসে উঠল যুবকের লাশ
ধামরাই দক্ষিন (ঢাকা ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
হৃদয় হাসান নামের (২৪) যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে হৃদয় হাসান নামের (২৪) যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ হওয়ার তিনদিন পর পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার এক মৎস্য খামারের পুকুর থেকে লাশটি উদ্ধার হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরৎহাল শেষে মরদেহের পরিচয় সনাক্ত করে স্বজন ও এলাকাবাসী।
নিহত হৃদয় পেশায় রড মিস্ত্রি ছিলেন। সে সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামত পুর এলাকার মো.চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
ধামরাই থানার সহকারি পুলিশ পরিদর্শক মো.ফারুক হোসেন বিষয়টি নিশ্চিৎ করেন।
স্থানীয়রা জানায় সে প্রায় দশ বছর যাবৎ ছোট চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকতেন।

