Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবি। এ সময় চকপাড়া বিওপির এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়; যা সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম