Logo
Logo
×

সারাদেশ

সিলেটে বেপরোয়া কিশোর গ্যাং

খুনের ঘটনায় মামলা হওয়ার আগেই আরেক হামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

খুনের ঘটনায় মামলা হওয়ার আগেই আরেক হামলা

সিলেট কিশোর গ্যাংয়ের অন্তর্দ্বন্দ্বে এক কিশোরের প্রাণহানির ঘটনায় মামলা হওয়ার আগেই আরেক হামলায় মুমূর্ষু আরেক কিশোর। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মহানগরীর জেল রোড পয়েন্টে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে সিলেট মহানগরীর জেল রোড এলাকায় হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুইপক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

কাজিটুলা এলাকা ও জেল রোড এলাকার কিশোরদের মধ্যে স্কুলকেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তারেক আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম