Logo
Logo
×

সারাদেশ

আবারও কিশোর গ্যাংয়ের বলি আরেক কিশোর

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

আবারও কিশোর গ্যাংয়ের বলি আরেক কিশোর

সিলেটে ১৫ দিনের মাথায় ফের কিশোর গ্যাংয়ের বলি হয়েছে আরেক কিশোর। শুক্রবার ভোররাতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের কিশোর নিহত হয়।

তপু কিশোর গ্যাংয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে আহত হয়। এরপর হাসপাতালে ভর্তি থাকাবস্থায় তিনি মারা যান।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ নভেম্বর কিশোর গ্যাংয়ের বলি হয় মো. ফাহিম আহমদ নামের এক তরুণ।

এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় সিলেটের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

তপু ইলাশকান্দির উদয়ন ৪০/২ এলাকার বাসিন্দা এবং শাহ এনামুল হকের ছেলে।

এসএমপি জানায়, বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তপু গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তপুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে আটক করে। আটক অনিক মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়; বর্তমান ঠিকানা সিলেটের লোহারপাড়া। আর জুনায়েদের স্থায়ী ঠিকানাও দিরাইয়ের ভাটিপাড়া, বর্তমান ঠিকানা লোহারপাড়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম