জোড় ইজতেমায় ৪৩৬ জন বিদেশি মেহমান
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। শীর্ষ মুরুব্বিদের আমবয়ান, আমল ও কারগুজারির মধ্য দিয়ে জোড় ইজতেমা চলছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।
জোড় ইজতেমায় কেবল চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এবারের জোড় ইজতেমায় ৪৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। এদিকে ইজতেমায় আগত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার বিশ্ব ইজতেমা ময়দানে জুমার জামাত অনুষ্ঠিত হয়। জুমার জামাতে ইমামতি করেন বিশ্ব ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।
বিষয়টি শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।
জোড় ইজতেমায় বয়ান করলেন যারা: শুক্রবার বাদ ফজর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান, বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ আসর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, বাদ মাগরিব বয়ান করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান।
জোড় ইজতেমায় বিদেশি মেহমান: ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় দেশের চিল্লাধারী মুসল্লি ছাড়াও বিশ্বের প্রায় ১৭টি দেশের ৪৩৬ জন বিদেশি মেহমান ময়দান অবস্থান নিয়েছেন।
দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যমতে- শুক্রবার সকাল পর্যন্ত পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান থেকে ১০ জন, কানাডা থেকে ৯ জন, মিয়ানমার থেকে ৩ জন, ইয়েমেন থেকে ৪ জন, চীন থেকে ১ জন, সৌদি আরব থেকে ৬ জন, তিউনিসিয়া থেকে ১ জন, যুক্তরাজ্য থেকে ৭ জন, ইতালি থেকে ২ জন ও জাপান থেকে ১ জন মুসল্লি ময়দানে তাদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।
দুই মুসল্লির মৃত্যু: টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত চাঁন মিয়া (৬০) ও নূর আলম (৮০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।
মৃত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীরতালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বগারপাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
