সিলেট-২ আসন
ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
তাহসিনা রুশদীর লুনা, অধ্যাপক আব্দুল হান্নান, মুনতাসির আলী ও হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সিলেট-২ আসনে সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেওয়া তিনিই প্রথম নারী প্রার্থী।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাঠে কোনো নারী মনোনয়ন পাননি। তাই নারী হিসেবে তাহসিনা রুশদীর লুনার এটি প্রথম নির্বাচন। ভোটের লড়াইয়ে জিতলে সিলেটের রাজনীতিতে ইতিহাস গড়বেন তিনি।
শুরুর দিকে মনোনয়ন নিয়ে বিএনপির বর্তমান যুগ্ম মাহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে কিছুটা দ্বিধা তৈরি হলেও শেষ পর্যন্ত দলীয় ঘোষণার পর এর অবসান হয়। এবারের সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর ইমেজ ও আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনি মাঠে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন তাহসিনা রুশদীর লুনা।
এবারের নির্বাচনে বিজয় নিশ্চিত বলে অনেকটা আশাবাদি লুনা ও তার নেতাকর্মীরা। এমনটাই সভা সমাবেশে দাবি করছেন তারা। তবে নির্বাচনি মাঠে অবহেলা না করে তাদের পক্ষ থেকে ভোটারদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে।
কিন্তু ভোটের মাঠে লুনা’র সাথে প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন, জামায়াত, খেলাফত মজলিস নাকি বাংলাদেশ খেলাফত মজলিস? রাজনীতির মাঠে এখন এমন প্রশ্নই দেখা দিয়েছে।
জানা গেছে, আটটি ইসলামি দলের সঙ্গে বৃহত্তর নির্বাচনি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে জামায়াত। সমঝোতা চূড়ান্ত হলে সিলেটের ছয়টি আসনের মধ্যে দু-একটি আসন সমমনা অন্য ইসলামি দলকে ছেড়ে দিতে পারে দলটি। সে হিসেবে সিলেট-২ আসনে কে হচ্ছেন ইলিয়াস পত্নীর প্রতিদ্বন্দ্বী, সেটিই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয়।
জামায়াতে ইসলামী থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান (দাঁড়িপাল্লা) প্রতীক, খেলাফত মজলিস থেকে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী (ঘড়ি) প্রতীক ও বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী (রিকশা) প্রতীক।
ভোটের মাঠে একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে- এই তিন জনের একজন হবেন বিএনপির মনোনীত শক্তিশালী প্রার্থী লুনা’র প্রতিদ্বন্দ্বী। এই তিনজনের দু’জন অধ্যাপক আব্দুল হান্নান ও মুহাম্মদ মুনতাসির আলী মাঠে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী যুক্তরাষ্ট্র অবস্থান করলেও তার পক্ষে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন সমর্থকরা।
সার্বিক বিষয়ে কথা বলতে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। বিশ্বনাথ উপজেলার গণমাধ্যমকর্মীরা জানান, সংবাদের জন্য সরাসরি তার (লুনা) বক্তব্য নেওয়া সম্ভব হয়না। বক্তব্যের জন্য মোবাইলে কল করলে তিনি রিসিভ করেন না। তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানকেও একাধিকবার ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এদিকে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, আন্দালনরত ৮ দল একটি সমঝোতার নির্বাচন করবে। আমি যেহেতু খেলাফত মজলিসের কেন্দ্রীয় একজন দায়িত্বশীল, সেহেতু সমঝোতার বিষয়ে ৮ দল থেকে প্রার্থীতা পাওয়া এবং বিজয় নিয়ে আমি পূর্ণ আশাবাদি।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী সমমনা ৮ দল থেকে মনোনয়ন পাওয়ার শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার রাজনীতি ক্ষমতার নয়, সেবার। তাই বিজয়ী হলে এই আসনকে একটি শিক্ষিক, ন্যায়ভিত্তিক ও উন্নত অঞ্চলে পরিণত করব ইনশাআল্লাহ।

