প্রেমিকাকে দেখতে এসে খেলনা পিস্তলসহ আটক কিশোর
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর প্রেমিকাকে দেখতে আসা জিসান পারভেজ (১৫) নামে এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি-শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ওই যুবককে ছেড়ে দেয় নান্দাইল মডেল থানা পুলিশ।
জিসান কুষ্টিয়া জেলার কুমারখালি থানার চরসাদিপুর গ্রামের লিবিয়া প্রবাসী মিঠু মিয়ার ছেলে।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ওই এলাকার বিল্লাল মিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর প্রেক্ষিতে ওই যুবক কুষ্টিয়া থেকে ঢাকা হয়ে নান্দাইল শিমুলতলা বাজারে পৌঁছায় শুক্রবার ভোরে। পরে তার সঙ্গে থাকা খেলনা পিস্তলসহ একটি স্কুল ব্যাগ নিয়ে এলাকায় দিনভর ঘোরাঘুরি করে। একপর্যায়ে শিমুলতলা এলাকার সোহাগ নামে এক যুবকের সঙ্গে মৌখিক পরিচয় হয়।
পরদিন শনিবার সোহাগের নিকট স্কুল ব্যাগটি রেখে মেয়ের সঙ্গে দেখা করতে যায়। এদিকে সোহাগ ব্যাগ খুলে এর ভেতরে পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ওই কিশোরকে ধরে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে আটক করে। পরবর্তীতে ওই যুবকের মা থানায় এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
তবে যুবক জিসান পারভেজ প্রেমের সম্পর্ক স্বীকার করে জানায়, আত্মরক্ষার জন্য তার বড় ভাইয়ের মাস্টারকপি পিস্তলটি সে সঙ্গে নিয়ে এসেছিল। মেয়েটি তার সঙ্গে দেখা করার কথা বলেছিল, তাই এসেছিল। কিন্তু এটি আসল পিস্তল নয়।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সম্রাজ মিয়া ও এএসআই ঝুটন চন্দ্র সরকার জানান, এটা একটি খেলনা পিস্তল, তেমন কিছু না। তাই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
