লক্ষ্মীপুর-৪
বিএনপির সবুজ সংকেত পেলেন আশরাফ উদ্দিন নিজান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
আশরাফ উদ্দিন নিজান।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান। স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় এই নেতাকে সম্প্রতি মৌখিকভাবে এ বিষয়ে জানানো হয়। সবুজ সংকেত পেয়ে পুরোদমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন নিজান। সাবেক এই সংসদ সদস্যের নির্বাচনি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
স্থানীয় নেতারা জানান, বিএনপির দুর্দিনে বিপদে-আপদে নেতাকর্মীরা সব সময় আশরাফ উদ্দিন নিজানকে পাশে পেয়েছেন। তার নেতৃত্বে সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
বিএনপি সূত্র জানায়, বিভিন্ন মাধ্যমে নির্বাচনি এলাকায় ভোটারদের মনোভাব জেনে দলের হাইকমান্ড থেকে নিজানকেই বেছে নিয়েছে বিএনপি। এর আগে আরও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের নির্বাচনে বিএনপি মাত্র ২৯টি আসন লাভ করে, যার মধ্যে একটি পেয়েছিলেন নিজান। কিন্তু আগামী নির্বাচনে ওই আসনটি দাবি করেছিলেন শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলে (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। এ কারণে গত ৩ নভেম্বর নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও ফাঁকা রাখা হয়েছিল ৬৩টি আসন। এর মধ্যে কিছু আসন জোটসঙ্গীদের জন্য রাখা হয়েছে। আবার কিছু আসন বিএনপির প্রার্থীদের জন্য রাখা হলেও ছোট-খাটো কিছু সমস্যার জন্য ঘোষণা দেওয়া হয়নি। এমনই একটি আসন লক্ষ্মীপুর-৪।
সূত্র বলছে, যদিও দীর্ঘদিন ধরে অসুস্থ আসম আব্দুর রব নিজের জন্য নয়; তার স্ত্রী জেএসডির সহ-সভাপতি তানিয়া রবের জন্য ওই আসনটি দাবি করেছিলেন। তবে নির্বাচনি এলাকায় তানিয়া রবের যোগাযোগ ও জনপ্রিয়তা কম থাকায় বিএনপি শেষ পর্যন্ত ঝুঁকি নিতে রাজি হয়নি। তাই নিজানের মনোনয়নের বিষয়টি সম্প্রতি বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা রবের বাসায় গিয়ে তাকে জানিয়েও এসেছেন বলে জানা গেছে। রব এবং তার স্ত্রীকে বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের অন্যভাবে মূল্যায়ন করা হবে। বিশেষ করে তানিয়া রবকে সংরক্ষিত আসনের এমপি করা হবে আশ্বাস দেওয়া হয়েছে।
জানতে চাইলে আশরাফ উদ্দিন নিজান যুগান্তরকে জানান, গত মঙ্গলবার দলের গুরুত্বপূর্ণ একটি মিটিং শেষে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তাকে মৌখিকভাবে মনোনয়নের বিষয়টি জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে লক্ষ্মীপুর-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাকেই চুড়ান্ত করেছেন।
মাহবুবুর রহমানের বরাত দিয়ে তিনি জানান, ‘লক্ষ্মীপুর-১ আসন থেকে শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর ৪ আসন থেকে আশরাফ উদ্দিন নিজান ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করবেন এমনটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন। বিষয়টি মাহবুবের রহমান শামীম (চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক) আমাকে নিশ্চিত করেছেন’।
নিজান যুগান্তরকে আরও বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও চুড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে, দলের প্রতি এমনটা বিশ্বাস আমার রয়েছে। আশা করছি, জনগণও ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ।

