Logo
Logo
×

সারাদেশ

১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। ছবি: যুগান্তর

সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করেছেন। এ কারণে দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।  

রোববার সকাল থেকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রাখেন। এতে সেবা নিতে আসা রোগীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। 

আন্দোলনকারীরা বলেন, গত তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণভাবে বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম