Logo
Logo
×

সারাদেশ

পার্টনারের তথ্যে ব্যবসায়ীর গলিত লাশ মিলল কবরস্থানে

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

পার্টনারের তথ্যে ব্যবসায়ীর গলিত লাশ মিলল কবরস্থানে

দেনাদারের তথ্যে নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের (৪৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর নিহতের পরিবারের মামলায় ব্যবসায়িক পার্টনার জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে লাশটি উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের কবরস্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জাহিদ মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মোবাইল ব্যবসায়ী মিজান গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের  হারেজ মোল্লার ছেলে।

অভিযুক্ত জাহিদুল ইসলাম (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের সাহেব মোল্লার ছেলে।

নিহত ব্যবসায়ীর স্ত্রী জামিলা ইসলাম বলেন, আমার স্বামী শহরের কেরামত আলী প্লাজায় জাহিদুল ইসলাম মোল্লার সঙ্গে মোবাইল ফোনের ব্যবসা করতেন। এ ব্যবসায় আমার স্বামী ২০ লাখ টাকা দিয়েছিলেন। আমার স্বামীকে না জানিয়ে গোপনে জাহিদ মোবাইলের দোকান বিক্রি করে দেয়। আমরা স্বামী ব্যবসায়িক লেনদেনের ২০ লাখ টাকা ফেরত চাইলে জাহিদ টালবাহানা শুরু করে। ৩ মাস ধরে ঘুরাতে থাকে। খাগাইল গ্রামে তার কিছু জায়গা জমি আছে বলে আমার স্বামীকে জানায়। ওই গ্রামের সোহেল ও টিটোর কাছে জায়গা বিক্রি করে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দেয় জাহিদ।

তিনি বলেন, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে আমার স্বামীকে  পাওনা টাকা  দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায়  জাহিদ। আমার স্বামী পাওনা টাকা আনতে খাগাইল গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্দেহ করছি ওই রাতেই জাহিদ, সোহেল ও টিটোসহ অন্যান্যরা আমার স্বামীকে হত্যা করে। পরে মরদেহ জাহিদের বাড়ির পাশের কবরস্থানে মাটি চাপা দিয়ে রাখে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। জাহিদসহ এ ঘটনায় জড়িতদের ফাঁসি দিতে হবে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, গত ৮ নভেম্বর রাতে ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর ৫ জনকে আসামি করে জামিলা ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, ১৮ নভেম্বর মামলার প্রধান অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। তার স্বীকারোক্তি ও টেকনোলজির ব্যবহার করে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় ব্যবসায়ী মিজানুরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অপহরণের পর ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। প্রচলিত আইনে শান্তি নিশ্চিত করতে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম