Logo
Logo
×

সারাদেশ

সড়কে প্রাণ গেল সমাজসেবা কর্মকর্তার, সহকর্মী আহত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

সড়কে প্রাণ গেল সমাজসেবা কর্মকর্তার, সহকর্মী আহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী খাইরুল ইসলাম গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার সকালে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রাণীশংকৈল উপজেলার খুটিয়াটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কাদশুকা গ্রামের বাসিন্দা। তিনি রাণীশংকৈল উপজেলার নেক মরদ ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাহবুব আলম মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা একই বিভাগের ফিল্ড কর্মকর্তা খাইরুল ইসলাম তিনি গুরুতরভাবে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত মাহবুব আলমের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম