Logo
Logo
×

সারাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন চেয়ে গণভোট আয়োজনের দাবি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

সিলেটের স্বায়ত্তশাসন চেয়ে গণভোট আয়োজনের দাবি

স্বায়ত্তশাসনসহ বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে। রোববার নগরীর কোর্ট পয়েন্টে কর্মসূচি পালন করা হয়।

এতে দাবি জানানো হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের। এ ছাড়া সিলেটের স্বায়ত্তশাসন ছাড়াও সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ গ্রহণসহ বেশ কিছু দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং লেখক কামাল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজরীহান জামান, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল গফুর, হাফিজ জাবেদ আহমদ, যুব সংগঠক কয়ছর আহমদ, নজরুল ইসলাম, মো. শাহ আলম, বদরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও অনন্য, কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে।

তিনি বলেন, সিলেটবাসীর অনুভূতি, অধিকার ও অগ্রগতির স্বার্থে স্বায়ত্তশাসনের দাবিতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি, একই সঙ্গে সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে জাতীয় পর্যায়ে ভাষাটির মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভাষার সংরক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, তাই সরকারকে দ্রুত সিলেট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার বিস্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম