Logo
Logo
×

সারাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন। ছবি: যুগান্তর

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদুরে মানড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে তিনটায় ঘটনাটি ঘটে।

স্বাধীনতার ইতিহাসের সাক্ষ্যবহনকারী স্থাপনায় এমন আগুন নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এলাকাবাসীর মাঝে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন যুগান্তরকে জানান, ইতিমধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় মামলা হবে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি স্থাপন করার বিষয়ে ভাবার সময় এসেছে। 

সূত্রমতে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুইজন দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে এবং স্বল্প সময়ে সম্পন্ন করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার ফেসবুকে আগুন দেওয়ার ফুটেজটি শেয়ার করা হয় রাতেই। আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম