Logo
Logo
×

সারাদেশ

শিশু সন্তানের সামনে প্রাণ গেল শিক্ষিকার, সড়কে গুঁড়ি ফেলে অবরোধ

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

শিশু সন্তানের সামনে প্রাণ গেল শিক্ষিকার, সড়কে গুঁড়ি ফেলে অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সন্তানের সামনেই প্রাণ গেল স্কুলশিক্ষিকা সাবিনা খাতুনের। এ ঘটনায় শিশুসন্তান ও তাদের বহনকারী অটোভ্যানচালক সুস্থ রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড়ে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাটিবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী স্কুলশিক্ষিকা সাবিনা খাতুন (৪২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এ ঘটনায় ওই শিক্ষিকার ৮ বছরের শিশুসন্তান ও ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সাবিনা খাতুন গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আছলগাতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী ও শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মনি সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। 

এলাকাবাসী জানান, সাবিনা খাতুন সকালে শিশুসন্তানসহ উল্লাপাড়া থেকে বাসযোগে গাড়াদহ বকুলতলা বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর অটোভ্যানযোগে বলদিপাড়া তার কর্মস্থলে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা মাটিবাহী একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই ওই শিক্ষিকা নিহত হন। এ ঘটনায় নিহতের শিশুসন্তান ও ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও মাটিবাহী ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাবিনা খাতুন নিহত হওয়ার প্রতিবাদ ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। তারা গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) ১২টা থেকে আধঘণ্টাব্যাপী তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

এ অবরোধকালে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক ফেরদৌস আলম, মীর মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি সুমন, হানিফ প্রমুখ।

এ বিক্ষোভকালে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ক্লাশে ফিরে যান। ফলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম