চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের পদযাত্রা আটকে দিল পুলিশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের পদযাত্রা মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
তাদের বারিক বিল্ডিং মোড়ে আটকে দেয় ডবলমুরিং থানা পুলিশ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বন্দর রক্ষা পরিষদের নেতারা।
সমাবেশে পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দেব না। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করছে এই দুটি টার্মিনাল। এর পরও ইতোমধ্যে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া অনেকদূর এগিয়ে নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের বন্দর আমরা রক্ষা করব।
