খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, তাহাজ্জুদ পড়ার অনুরোধ নিজানের
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রামগতি পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার অধ্যাপক দিদার উদ্দিনের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সবাইকে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার অনুরোধ জানান লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
এসময় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্রের মা হয়ে ওঠার বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত।
রামগতি পৌরসভা ২নং ওয়ার্ড উঠান বৈঠকের আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ধানের শীষের স্লোগান দেন রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের একক প্রার্থী আশরাফ উদ্দিন নিজান।
মোনাজাতে বিশেষ দোয়ায় মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। মোনাজাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও মহিলা দলের অন্তত দেড়হাজার নারী কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটু, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
