অতিরিক্ত সার না পাওয়ায় কৃষি কর্মকর্তাকে মারধর
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বদরগঞ্জে অতিরিক্ত সার সরবরাহ না করা নিয়ে বিরোধের জেরে উপজেলায় কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল হককে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করতে যান উপসহকারী কৃষি কর্মকর্তা মমিদুল হক। এ সময় তার কাছে তিন বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার দাবি করেন ওই ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার দাড়িয়াপাড়ার শাহ জালালের দুই ছেলে ফরিদুল ও ফরহাদ: কিন্তু উপসহকারী কর্মকর্তা তাদের এক বস্তা টিএসপি সারসহ অন্যান্য সার দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ সময় ওই উপসহকারী কর্মকর্তা তাদের আশ্বস্ত করে বলেন, সারের কোনো ঘাটতি নেই। তবে একযোগে একজন কৃষককে তিন বস্তা টিএসপি সার দেওয়ার এখতিয়ার কোনো উপসহকারী কৃষি কর্মকর্তার নেই। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই ফরিদুল ও ফরহাদ দুজনই উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। অবশ্য এলাকার লোকজন ওই দুই ভাইয়ের আক্রমণ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মমিদুল হক বাদী হয়ে ফরিদুল ও ফরহাদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আমিন সরকার জানান, ঘটনার পর থেকেই আসামিরা গা-ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সিরাজুল ইসলাম।
এদিকে এলাকার লোকজন জানিয়েছেন, ফরিদুল ও ফরহাদ ঘোষণা দিয়েছেন তাদের নির্দেশ না মানলে এলাকায় সার বিতরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
