তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কায়সার কামালের ঘর পেলেন বিমলা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা ছোট্ট একটি কুঁড়েঘরে থাকতেন বৃদ্ধা বিমলা হাজং (৭৭)। ঘরটি দেখলে মনে হতো যেকোনো সময় ঝড়-বৃষ্টিতে ঘরটি ধসে পড়বে। মঙ্গলবার বিকালে ঝুঁকিপূর্ণ এই কুঁড়েঘর ছেড়ে ফিতা কেটে নতুন ঘরে প্রবেশ করেন বিমলা হাজং।
বিমলা হাজংয়ের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গত ১৬ নভেম্বর এই ঘর নির্মাণের উদ্যোগ নেন বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। থাকতেন ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা একটি ঘরে। দেখলে মনে হয় যেকোনো সময় ঘরটি ধসে পড়বে। আর এই ছোট্ট কুঁড়েঘরটিই ছিল তার শেষ আশ্রয়স্থল।
এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এলে তা নজরে আসে ব্যারিস্টার কায়সার কামালের। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ কাজ শেষে মঙ্গলবার বিকালে ফিতা কেটে ঘরটিতে প্রবেশ করেন বিমলা হাজং।
স্থানীয়রা জানান, বিমলা হাজংয়ের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় তার মুখে শান্তির হাসি ফুটেছে। কায়সার কামালের মানবিক এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং স্থানীয়ভাবে তিনি প্রশংসার দাবিদার। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে স্থানীয়দের আশা।
ঘর পেয়ে আবেগঘন কণ্ঠে বিমলা হাজং বলেন, জীবনে কোনো দিনই ভাবছি না এমন সন্দুর ঘরে থাকবাম। আইজ কায়সার কামালের ল্যাইগ্যা এমন সুন্দর ঘর পাইছি। দোয়া করি আল্লাহ তারে বাঁচাইয়া রাখুক।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার হিসেবে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।
