Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ঝিনাইদহে পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা ছিল; কিন্তু শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করেননি। 

এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সরকারি বালিকা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভ করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হয় তারা।

পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। তারাও ছুটে আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে।

দুপুরে জেলা প্রশাসক, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মী এবং অন্দোলনরতদের নিয়ে বৈঠকে বসেন।

এ সময় সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটিসহ শিক্ষকদের নেতিবাচক নানা দিক তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত, সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন।

 

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষাসহ সব পরীক্ষা সময়মতো গ্রহণ করার ওপর জোর দেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, দরকার পড়লে ছুটির দিনেও পরীক্ষা নিতে হবে।

এ সময় উপস্থিত শিক্ষকরা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়।

এর আগে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের প্রতিবাদে মাঠে নামে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে হয়ে উঠে। বিক্ষুব্ধ হয়ে উঠেন অভিভাবকরা। এ অবস্থায় সেখানে জেলা প্রশাসকসহ সব পদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) চার দফা দাবি আদায়ের জন্য সারা দেশে ৩২১ সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক ও সব পরীক্ষা বর্জন করে ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করছেন। এতে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম