Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা না নেওয়ায় সড়ক অবরোধ করল প্রাথমিক শিক্ষার্থীরা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

পরীক্ষা না নেওয়ায় সড়ক অবরোধ করল প্রাথমিক শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: যুগান্তর

৩ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। এর প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।    

বুধবার (৩ ডিসেম্বর) শিক্ষকদের শাটডাউন কর্মসূচির কারণে পরীক্ষা দিতে না পেরে বরিশাল নগরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নগরের গির্জামহল্লা সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। 

 এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হলে পথচারীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং অভিভাবকদের সহায়তায় পরীক্ষা শুরু হয়।

অভিভাবকরা জানান, বুধবার পরীক্ষা নেওয়ার কথা বিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হলেও সকালে এসে দেখা যায় বিদ্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং এতে অভিভাবকরা সমর্থন দেন। তাদের দাবি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বার্ষিক পরীক্ষা সুন্দরভাবে নেওয়া হোক।

ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা জানান, অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভের পর পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এতে কোনো সহকারী শিক্ষক সহায়তা করেননি। 

আর এম বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলছেন, অভিভাবকদের দিয়ে প্রধান শিক্ষক মঙ্গলবার পরীক্ষা নিয়েছেন, তাতে তার খুব কষ্ট হয়েছে কিন্তু আমাদের যৌক্তিক দাবি আদায়ে কর্মসূচি পালন ছাড়া উপায় ছিল না। আর বুধবার কেন্দ্রীয়ভাবে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। তাই কর্মসূচি চলাকালে আমাদেরও কিছু করার নেই।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বরিশাল নগরের প্রায় অধিকাংশ স্কুলে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়। তবে বুধবার বেশিরভাগ বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছে, যদিও সকালে কিছু বিদ্যালয়ে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত কয়েক দিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে খাতা-কলমে কর্মবিরতি পালন করা হলেও বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। বুধবার থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম