মারছিল সিসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন কায়সার কামাল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুরের গারো সম্প্রদায়ের সদস্য মিসেস মারছিল সিসিম উইন্টার নকরেকের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ধারাবাহিক চিকিৎসা, একের পর এক কেমোথেরাপি সবকিছু মিলিয়ে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। চিকিৎসা চললেও শরীরে তেমন উন্নতি দেখা যাচ্ছিল না, ফলে পরিবারটি গভীর অনিশ্চয়তায় পড়ে।
এ অবস্থায় রোগীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি অসুস্থ মারছিল সিসিমের সব চিকিৎসার দায়িত্ব নেন এবং চিকিৎসা ত্বরান্বিত করতে সহযোগিতা করেন। একইসঙ্গে সিসিমের পরিবারকে মানসিক শক্তি জোগান তিনি।
২ ডিসেম্বর মারছিল সিসিমকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে (টঙ্গী) ভর্তি করা হয়। সেখানে তার নতুন করে চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসা দিচ্ছেন।
গারো সম্প্রদায়সহ স্থানীয়রা ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এবং মারছিল সিসিমের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
