৪ মাসের কন্যা সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ!
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনিতে চার মাসের কন্যা সন্তানসহ নাদিরা বেগম নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানায় পরিবার।
এ নিখোঁজের ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার।
নিখোঁজ হওয়া নাদিরা পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী।
বুধবার সকালে নিখোঁজের পরিবার ও জিডি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, চার মাসের কন্যাসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন প্রবাসীর স্ত্রী নাদিরা। এরপর থেকেই তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে কালকিনি থানায় একটি সাধারণত ডায়েরি করে প্রবাসী মানিকের পরিবার।
প্রবাসী মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাইয়ের বউ নাদিরা বেগম সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার সময় বাড়ি হতে বের হয়। তারপর থেকেই নিখোঁজ রয়েছে। তাকে কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা তার সন্ধান চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, থানায় জিডি হয়েছে। গৃহবধূর সন্ধান চলছে।
