Logo
Logo
×

সারাদেশ

ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় একটি ফ্যাক্টরিতে ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারজিয়া খাতুন (৫০) উপজেলার ভূনবীর ইউনিয়নের তেপাড়া এলাকার আকরাম আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ফর্কলিফ্টের চাকার নিচে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। আরেক নারী শ্রমিক ও চালককে আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ দুর্ঘটনার পরপরই প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশ এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে এ সময়  উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মারজিয়ার স্বামী আকরাম আলী বিলাপ করে বলেন, আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলেমেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের ক্ষতিপূরণ চাই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম