Logo
Logo
×

সারাদেশ

গ্রেফতারের পরদিনই নওফেলের সহযোগীর জামিন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

গ্রেফতারের পরদিনই নওফেলের সহযোগীর জামিন

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একনিষ্ঠ সহযোগী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার তাকে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালত তাকে জামিন দেন।

এদিকে চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।

সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে- মঙ্গলবার নগরীর জেএম সেন হলে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী। অনুষ্ঠান শেষে হলের ফটক অতিক্রম করতেই পুলিশ সদস্যরা তাকে ‘জোর’ করে গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যায়। সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, অধ্যাপক রনজিত কুমার দে ও অধ্যাপক জিনবোধি ভিক্ষু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান।

প্রদীপ চৌধুরীর আইনজীবী শামসুল ইসলাম কালাম বলেন, মামলার এজাহারে প্রদীপ চৌধুরীর নাম নেই। একজন আইনজীবী হিসেবে আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় ওনাকে জামিন দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কোতোয়ালি থানার একটি মামলায় প্রদীপ চৌধুরী তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম