মেহেরপুরের সীমান্তে ৩০ জনকে পুশব্যাক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে এ পুশব্যাকের ঘটনা ঘটে।
এসব নারী-পুরুষ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি এলাকার সীমানা রেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়। কলকাতাসহ বিভিন্ন রাজ্যে তারা শ্রম বিক্রি করত। বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
দীর্ঘদিন জেলখাটার পর ভারতের পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দিলে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। পুশব্যাক করা ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছেন।
গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশব্যাক করা ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
