Logo
Logo
×

সারাদেশ

নিজের জীবনের বিনিময়ে খালেদা জিয়ার প্রাণভিক্ষা চাইলেন নজরুল

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

নিজের জীবনের বিনিময়ে খালেদা জিয়ার প্রাণভিক্ষা চাইলেন নজরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দোয়া মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহের গৌরীপুরে খালেদাভক্ত উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম। তিনিও দীর্ঘদিন যাবত অসুস্থ, নিজের ঘরের বাইরে যেতে পারছেন না। কোমরের নিচের অংশ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিজে অসুস্থ থাকলেও ভুলে যাননি প্রিয়নেত্রী খালেদা জিয়ার কথা। তিনি বলেন, দীর্ঘদিন যে নেত্রীর নির্দেশে রাজনীতি করেছি। দেশের ও মানুষের কল্যাণে তার নির্দেশ পালন করে গৌরীপুরের রাজপথে ছিলাম। আজ তিনিও অসুস্থ, আমিও অসুস্থ। মহান আল্লাহর কাছে দাবি জানাই- তিনি আমার জীবনের বিনিময়ে হলেও যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আমি খালেদা জিয়ার প্রাণভিক্ষা চাই। তিনি বাঁচলে কোটি নেতাকর্মীর প্রাণ বেঁচে থাকবে।

পৌর শহরের ইসলামাবাদ নিজ বাসায় কুরআনখানি ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা মো. মঞ্জুরুল হক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম