মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় দুই তরুণ নিহত
বান্দরবান ও লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিন তরুণ সড়কে পড়ে যান। এ সময় বান্দরবানগামী এক বাসের চাপায় দুইজন নিহত হন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকার কেরানীহাট-বান্দরবান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া এলাকার বাসিন্দা মো. মফিজের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. তওহীদ (২৪)।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত দুইজনসহ তিনজন একটি মোটরসাইকেলে বান্দরবান থেকে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলার বায়তুল ইজ্জত এলাকায় পৌঁছলে গ্রামীণ সড়ক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে পড়ে যান। এ সময় বান্দরবানগামী পূবালী পরিবহণের একটি বাসের নিচে দুজন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
জানতে চাইলে সাতকানিয়া থানার এসআই মামুন হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
