Logo
Logo
×

সারাদেশ

এনসিপির কমিটিতে জাতীয় পার্টির নেতা!

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

এনসিপির কমিটিতে জাতীয় পার্টির নেতা!

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির নেতাকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি এখন জেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অনুমোদন পাওয়া কমিটিতে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত একজন চেয়ারম্যানসহ ওই দলের কয়েকজন নেতাকে এনসিপির জেলা কমিটির তালিকায় নাম প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সেখানে পঞ্চগড় জেলা যুগ্ম সমন্বয়কের নামের তালিকায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের নাম প্রকাশ করা হয়।

মো. ইসমাইল হোসেন এর আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তিনি জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য। ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীকে দলটির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। শুধু তিনিই নন, কমিটির আরও দুই যুগ্ম সমন্বয়ক যথাক্রমে শ্রমিক নেতা মো. আব্দুল লতিফ ও ব্যবসায়ী মো. মতিয়ার রহমানও জাতীয় পার্টির  রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

এদিকে এনসিপির পঞ্চগড় জেলা কমিটি প্রকাশের পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড় উঠে।

জাতীয় পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু সালেক এক প্রতিক্রিয়ায় বলেন, যেখানে এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উল্লেখ করে এবং জাতীয় পার্টিকে তার দোসর আখ্যা দিয়ে দল নিষিদ্ধের দাবি তুলছে, সেখানে জাতীয় পার্টি থেকে নেতাকর্মী ভাগিয়ে নিয়ে তাদের এনসিপির কমিটিতে অন্তর্ভুক্ত করা কতটা নৈতিক তা প্রশ্নসাপেক্ষ।

এ প্রসঙ্গে মো. আবু সালেক তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, এনসিপি একদিকে বলছে জাতীয় পার্টির সঙ্গে কুসুম কুসুম প্রেম চলবে না। অন্যদিকে জাতীয় পার্টির লোক দিয়ে জেলা কমিটি করেছে- এটাই হলো তাদের চরিত্র।

এ বিষয়ে বক্তব্য জানতে হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে এনসিপির জেলা কমিটির অন্য যুগ্ম সমন্বয়ক এবং পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক তানবিরুল বারী নয়ন বলেন, আমাদের জানানো হয়েছে- তারা ইতোপূর্বে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম