Logo
Logo
×

শেষ পাতা

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়ি থামিয়ে ভাঙচুর গুলির নির্দেশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়ি থামিয়ে ভাঙচুর গুলির নির্দেশ

চট্টগ্রামে একটি আবাসিক এলাকায় কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে তিন সন্ত্রাসী অস্ত্র নিয়ে এসে এই হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গাড়িতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। তাবে তারা অক্ষত আছেন। হামলার সময় এক সন্ত্রাসী আরেকজনকে গুলি করার নির্দেশ দিলেও গুলির কোনো ঘটনা ঘটেনি।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের বেশকিছু ফুটেজও তারা সংগ্রহ করেছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে একটি প্রাইভেট কারে রওয়ানা দেন। তার সঙ্গে সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিনও ছিলেন। গাড়িটি ১ নম্বর রোডে পৌঁছলে মোটরসাইকেলে তিন সন্ত্রাসী এসে হঠাৎ তাদের গাড়ির গতিরোধ করে। তারা ওই কারের পাশের গ্লাস ভাঙচুর করতে থাকে। এ সময় একজন সন্ত্রাসী আরেকজনকে বারবার ‘গুলি কর, ‘গুলি কর’, বলে নির্দেশ দিচ্ছিল। গাড়িতে থাকা রাজস্ব কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, হামলাকারীদের আচরণ ছিল আক্রমণাত্মক। তবে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকায় গুলি না করেই একপর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। দুই রাজস্ব কর্মকর্তার কেউ আহত হননি।

কাস্টমস সূত্র জানিয়েছে, কাস্টমসের এআইআর শাখাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, শুল্ক ফাঁকি রোধে এই শাখা কাজ করে থাকে। এ ধরনের ঘটনায় প্রায়ই কর ফাঁকিবাজদের বিরুদ্ধে পণ্য আটকে মামলা দেওয়া হয়। এ কারণেই ওই শাখার রাজস্ব কর্মকর্তার ওপর ক্ষোভ ছিল অসাধু কিছু গোষ্ঠীর। এরই মধ্যে এ ধরনের ঘটনায় তাকে হুমকিধমকি দেওয়া হচ্ছিল। ৬ অক্টোবর হুমকির ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন আরও আসাদুজ্জামান খান। ধারণা করা হচ্ছে, হুমকি দেওয়া ওই চক্রটিই তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম