Logo
Logo
×

সারাদেশ

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি।

ফরিদপুরে উৎপল সরকার (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন।

নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তারা কালীতলা ব্রিজ এলাকায় নিহতের রক্তাক্ত লাশ দেখতে পান এবং ব্রিজের রেলিংয়ের সাথে আরেক যুবককে বেঁধে রাখা অবস্থায় দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা।

নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন উৎপল সরকার। সকালে তারা খবর পান সালথার কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের লাশ পড়ে আছে।

ভ্যানচালক ফিরোজ মোল্যা বলেন, আমরা কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতথেকেজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে আমাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপল সরকারের সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ডাকাতরা।

তিনি বলেন, ডাকাতরা মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলে। উৎপল ভাইকে বাঁচানোর সুযোগই পাইনি আমি।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে নিহত উৎপল সরকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ডাকাতিকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম