Logo
Logo
×

সারাদেশ

মনপুরার ১৪৭ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

মনপুরার ১৪৭ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

মনপুরার একটি মসজিদে দোয়া। ছবি: যুগান্তর

ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭টি জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার বলেন, দোয়া পরিচালনা করেছেন প্রত্যেক জামে মসজিদের ইমাম। এছাড়া উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

দোয়া-মোনাজাতে অংশ নেন- জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম