Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

মানিকগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

ছবি: যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল, মিলাদ এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার গিলন্ড হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ-জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায়ও দোয়া পরিচালিত হয়।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি নিজ হাতে হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনা আজ সারা বাংলার মানুষের দাবি। আমরা সবাই মিলে তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম