গৌরনদীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় একটি সিএনজি এবং চারটি রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে তারেক জমাদ্দার (২৪) ও তার সহোদর ভাই সোহানুর রহমান ওরফে হৃদয় জমাদ্দার (২১), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি গ্রামের বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ (২০) এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামের আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাটাজোর হাটের শরিকল রোডের গোড়ায় একটি সিএনজি রেখে চার যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হলে হাটের পাহারাদার ও থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ও পাহারাদাররা ডাকাডাকি করে ধাওয়া দেয়। পরে এলাকাবাসী ছুটে এসে চারজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে। তাদের কাছ থেকে একটি সিএনজি, চারটি রামদা ও একটি বড় কাটারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশের বিভিন্ন থানায় তারেকের বিরুদ্ধে পাঁচটি, তসলিমের বিরুদ্ধে দুটি ও অশোকের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে ওসি তরিকুল ইসলাম জানান।
এ ঘটনায় থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আটক চার ডাকাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেন।

-6932e927094bd.jpg)