Logo
Logo
×

সারাদেশ

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু

ফেনী সদর আসনে এবি পার্টির (ঈগল মার্কা) মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ছবি: যুগান্তর

ফেনী সদর আসনে এবি পার্টির (ঈগল মার্কা) মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী সদরের কাজীরবাগে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, পুরোনো রাজনীতি হচ্ছে— একজন আরেকজনকে হিংসা করা, একদল ক্ষমতায় এলে আরেক দলকে উচ্ছেদ করে দেওয়া, একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার খুলে ফেলা, রাস্তার জন্য বরাদ্দের বেশির ভাগ টাকা চাঁদাবাজ ও স্থানীয় মস্তান–সন্ত্রাসীরা খেয়ে ফেলা। এ কারণেই আমরা পুরোনো রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই। 

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে ভূমিকা রেখেছি, সেজন্য মানুষ আমাদের ওপর আস্থাশীল। আমাদের আহ্বান— আমরা নতুনরা পরিবর্তন করতে চাই। পুরোনো ব্যক্তিরাও অনেক ভালো কাজ করেছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে। 

এ সময় মঞ্জু তৃণমূলের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কাজীরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার, রানীরহাট, কাজীরবাগ বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একই দিন বিকালে শর্শদির বনানীপাড়ায় উঠান বৈঠক করেন।

গণসংযোগে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, জেলা সদস্য কাজী জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, কাজীরবাগ ইউনিয়নের সভাপতি–সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম