টঙ্গীতে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে টঙ্গীতে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে টঙ্গীর ব্যাংক মাঠসংলগ্ন সিটি করপোরেশন স্কুল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান, জামায়াত নেতা ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনসহ সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সিটি করপোরেশন পুবাইল অঞ্চল ও গাজীপুর সদর অঞ্চল। ৫-০ ব্যবধানে গাজীপুর সদর অঞ্চলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পুবাইল অঞ্চল দল।
