Logo
Logo
×

সারাদেশ

বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মী

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মী

ছবি: যুগান্তর

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়িতে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেন জানে আলম।

জানে আলম খোকন শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিয়া নুরুদ্দিন অপু গণসংযোগকালে খোকন মাদবরের বাড়িতে পৌঁছান। সেখানে তিনি জানে আলমকে ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করান। এ সময় জানে আলমের অনুসারী অর্ধশতাধিক নেতাকর্মীও বিএনপিতে যোগদান করেন।

এ বিষয়ে খোকন মাদবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে তা অপূরণীয়। গত ১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিমের পক্ষে ছিলাম না এবং নৌকার পক্ষে কাজ করি নাই। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন, আমি এ সম্মান আমার জীবন দিয়ে হলেও রাখব এবং এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, তা আমি ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম